ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সুষ্ঠু তদন্ত নিয়ে শঙ্কা ডাকসু আন্দোলনকারীদের

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, আগস্ট ২, ২০১৭
সুষ্ঠু তদন্ত নিয়ে শঙ্কা ডাকসু আন্দোলনকারীদের ডাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-সমাবেশ/ছবি: দীপু মালাকার

ঢাকা বিশ্ববিদ্যালয়: ছাত্র প্রতিনিধি ছাড়া উপাচার্য প্যানেল নির্বাচনের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীর হাতাহাতির ঘটনায় সুষ্ঠু তদন্ত নিয়ে শঙ্কা প্রকাশ করেছে ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনকারীরা।

বুধবার (২ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে এক বিক্ষোভ-সমাবেশে এ শঙ্কা প্রকাশ করেন আন্দোলনকারী শিক্ষার্থীদের সমন্বয়ক মাসুদ আল মাহদী।

তিনি বলেন, আমরা সেদিন শান্তিপূর্ণভাবে ছাত্র প্রতিনিধি নিয়ে উপাচার্য প্যানেল নির্বাচনের দাবি জানাতে গিয়েছিলাম।

কিন্তু, শিক্ষকরা ন্যাক্করজনকভাবে আমাদের ওপর হামলা করে। হামলায় নেতৃত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টররা। আবার তাদের নিয়ে গঠিত তদন্ত কমিটি কি ধরনের প্রতিবেদন দিবে তা বুঝা যাচ্ছে। এ তদন্ত কমিটি সুষ্ঠু তদন্ত করবে বলে আমরা মনে করি না।

ঢাবি উপাচার্যকে উদ্দেশ্য করে শিক্ষার্থী আরশাদুল হক বলেন, আপনি প্রথমবার উপাচার্য হওয়ার পর আপনার দেওয়া (বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু) নির্বাচনের অঙ্গিকার পূরণ করেননি। টানা দুইবার উপাচার্যের ক্ষমতায় থাকার পরেও ডাকসু নির্বাচন দিতে পারেননি। এর দ্বারা আপনি বিশ্ববিদ্যালয়ে স্বৈরতন্ত্র কায়েম করেছেন।

অবিলম্বে ডাকসু নির্বাচন ও ছাত্রদের ওপর শিক্ষকদের হামলার বিচারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। যারা নেতৃত্ব দিচ্ছেন অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। বর্তমান উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও একই বিভাগের শিক্ষক।

সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীর‍া।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৭
এসকেবি/ওএই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ