ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

শিক্ষা

২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাবির ভর্তি আবেদন উদ্বোধন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাবির ভর্তি আবেদন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়: ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ২৯ আগস্ট (মঙ্গলবার) রাত ১০টা পর্যন্ত।

সোমবার (০৭ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে ভর্তি প্রক্রিয়ার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।  

উদ্বোধনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) নাসরিন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আখতারুজ্জামান, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক।

ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.du.ac.bd) ভর্তির আবেদন করতে পারবেন। এ বছর মোট আসন সংখ্যা সাত হাজার ৮৩টি। নতুন বিভাগ হিসেবে শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে জাপানিজ স্টাডিজ ও প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগ।

এবার ক-ইউনিটে আসন সংখ্যা এক হাজার ৭৬৫টি, খ-ইউনিটে দুই হাজার ৩৬৩টি, গ-ইউনিটে এক হাজার ২৫০টি, ঘ-ইউনিটে এক হাজার ৫৪০টি এবং চ-ইউনিটে ১৩৫টি।

বরাবরের মতো এবারও ব্যাংক ও অনলাইন সার্ভিসের চার্জসহ ভর্তি পরীক্ষার ফি ৩৫০ (তিনশ’ পঞ্চাশ) টাকা রাখা হয়েছে। টাকা জমা দেওয়ার শেষ তারিখ ৩০ আগস্ট।

এর আগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৫ সেপ্টেম্বর, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৬ সেপ্টেম্বর, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ সেপ্টেম্বর, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ২৩ সেপ্টেম্বর, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ অক্টোবর এবং ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৭
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।