ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

শিক্ষা

মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে অনলাইন ভর্তি শুরু ১৬ আগস্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে অনলাইন ভর্তি শুরু ১৬ আগস্ট

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে অনলাইন ভর্তি কার্যক্রম আগামী ১৬ আগস্ট শুরু হবে। 

সোমবার (০৭ আগস্ট) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

এতে আরো জানানো হয়েছে, শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ডিগ্রিধারীরা উক্ত ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন।

ভর্তির প্রাথমিক আবেদন আগামী ১৬ থেকে ২৬ আগস্ট পর্যন্ত  অনলাইনে ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়া যাবে।  

ভর্তি কার্যক্রমের সব তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট   (www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions) Master Tab এর  Master (Regula) Admission Guideline) পাওয়া যাবে।  

এ ভর্তি কার্যক্রমে আগামী ৩০ সেপ্টেম্বর ক্লাস শুরু হবে।  

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৭
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।