ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

শিক্ষা

জবি ক্যাম্পাস দ্রুত সম্প্রসারণের দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
জবি ক্যাম্পাস দ্রুত সম্প্রসারণের দাবি জবি ক্যাম্পাস দ্রুত সম্প্রসারণের দাবিতে ছাত্রজোটের বিক্ষোভ-ছবি: বাংলানিউজ

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস সম্প্রসারণে প্রধানমন্ত্রীর ঘোষণা দ্রুত বাস্তবায়ন করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট।

সোমবার (৭ আগষ্ট) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাষ্কর্য চত্বরে তারা এ কর্মসূচি পালন করেন।

এসময় তারা প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কেরানীগঞ্জ এর ২৫০ একর জমি দ্রুত অধিগ্রহণ করে নির্মাণ কাজ শুরু করার জোর দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে ছাত্রফ্রন্টে একাংশের সভাপতি মুজাহিদুল ইসলাম অনিক বলেন, “ আর কালক্ষেপণ না করে অতি দ্রুত প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন করুন। না হলে পরবর্তিতে আন্দোলনের ডাক দেওয়া হবে। হাজার হাজার শিক্ষার্থীর অধিকার নিয়ে আর ছিনিমিনি খেলবেন না।

এসময় জবি শাখা ছাত্র ফ্রন্টের একাংশের সভাপতি মেহরাব আজাদ, অন্য অংশের সভাপতি মুজাহিদুল অনিক, ছাত্র ইউনিয়নের সভাপতি রুহুল আমিন ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৭
ডিআর/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।