ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

শিক্ষা

আইন বিভাগের সান্ধ্যকালীন কোর্সের প্রতিবাদে মানববন্ধন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
আইন বিভাগের সান্ধ্যকালীন কোর্সের প্রতিবাদে মানববন্ধন আইন বিভাগের সান্ধ্যকালীন কোর্সের প্রতিবাদে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সান্ধ্যকালীন কোর্স চালুর পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মোতাহার হোসেন ভবন চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিভাগের বিভিন্ন বর্ষের প্রায় দেড়শ শিক্ষার্থী।

বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী আহসান শুভ্রের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- বিভাগের ৩৯তম বর্ষের মাস্টার্সের শিক্ষার্থী রাইদা কাইয়ুম, ৪২তম ব্যাচের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আসাদ, ৪১তম ব্যাচের শিক্ষার্থী মহিউদ্দিন মাহি, ৪৩তম ব্যাচের কিবরিয়া শিবলু, ৪৪তম ব্যাচের দীপ্ত, সৈয়দ আব্দুল্লাহ প্রমুখ।

রাইদা কাইয়ুম বলেন, ‘অন্যান্য বিভাগের তুলনায় আইন বিভাগে এমনিতেই দেড় বছর পিছিয়ে আছে। শিক্ষকরা সময়মতো খাতা না দেখতে পারায় ফল প্রকাশে দেরি হয়। এখনই শিক্ষকরা নিয়মিত ক্লাশ-পরীক্ষা নিতে পারেন না, সেখানে নাইট কোর্স চালু হলে কিভাবে সম্ভব তা আমার বোধগম্য নয়’।

আব্দুল্লাহ আসাদ বলেন, ‘এ বিভাগে ভর্তি হওয়ার পর থেকেই নানা সংকট দেখা যাচ্ছে। তার মধ্যে প্রধানতম হলো ফল প্রকাশে বিলম্ব। এখন নতুন করে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করলেও শিক্ষক কিন্তু বাড়ছে না। সে হিসেবে এ কোর্স চালু করলে এ সমস্যা আরও বাড়বে’।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন ধরণের প্ল্যাকার্ড বহন করেন।

এসবের মধ্যে ছিল সান্ধ্যকালীন কোর্স খোলার পায়তারা বন্ধ কর, শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা আমার অধিকার, বাণিজ্যিক নাইট কোর্স কোনোভাবেই খোলতে দেওয়া হবে না, আইন বিভাগে নাইট কোর্স চলবে না, নাইট কোর্স চালুর মূল উদ্দেশ্য মুনাফা অর্জন।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
এসকেবি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।