ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

শিক্ষা

বন্যায় নীলফামারীতে প্রাথমিকের পরীক্ষা স্থগিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
বন্যায় নীলফামারীতে প্রাথমিকের পরীক্ষা স্থগিত

নীলফামারী: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নীলফামারী সদর উপজেলায় প্রাথমিক পর্যায়ের শনিবারের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা বিভাগ।

ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় আসা-যাওয়ার সমস্যা হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দফতরটি।

সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন জানান, শনিবার দুই শিফটে গণিত পরীক্ষার তারিখ নির্ধারণ ছিল কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেটি স্থগিত রাখা হয়েছে।

সুবিধামতো সময়ে আজকের পরীক্ষা নিয়ে নেয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলিপ কুমার বণিক বলেন, নীলফামারী সদরে ২শ’ শিক্ষা-প্রতিষ্ঠান রয়েছে। উপজেলা শিক্ষা অফিসের সিদ্ধান্ত মোতাবেক আজকের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ১২ আগস্ট, ২০১৭
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।