ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

শিক্ষা

বেরোবিতে ক্যারিয়ার অপরচুনিটি ইন বিজনেস বিষয়ক সেমিনার

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
বেরোবিতে ক্যারিয়ার অপরচুনিটি ইন বিজনেস বিষয়ক সেমিনার বেরোবিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মার্কেটিং বিভাগে ক্যারিয়ার অপরচুনিটি ইন বিজনেস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মার্কেটিং বিভাগে অধ্যয়নরত এমবিএ চতুর্থ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে শনিবার (১২ আগস্ট) বিভাগীয় হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিভাগীয় প্রধান শেখ মাজেদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র ফ্যাকাল্টি মেম্বার ও অতিরিক্ত রেজিস্ট্রার অবসর প্রাপ্ত মেজর মো. মিজানুর রহমান এবং একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মো. মোহাম্মদ বিন আমীন।

সেমিনারে বক্তরা, বাংলাদেশের প্রেক্ষাপটে পেশার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচানা করেন। এসময় মেজর মো. মিজানুর রহমান শিক্ষার্থীদের চাকরি খোঁজার চেয়ে চাকরি দেওয়ার মানসিকতা তৈরি করতে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।

সেমিনারে এমবিএ চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা ছাড়াও অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।