ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শোক দিবস উপলক্ষে ঢাকা কলেজে প্রতিযোগিতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
শোক দিবস উপলক্ষে ঢাকা কলেজে প্রতিযোগিতা শোক দিবস উপলক্ষে ঢাকা কলেজে প্রতিযোগিতা

ঢাকা: জাতীয় শোক দিবস-১০১৭ পালন উপলক্ষ্যে ঢাকা কলেজে উদ্যোগে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ওপর লিখিত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ আগস্ট) সকাল ১১টার ৩০ মিনিটে ওই কলেজে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় ঢাকা কলেজসহ ঢাকা মহানগরের ১৪টি কলেজের একাদশ শ্রেণির প্রায় ২০০০ শিক্ষার্থী লিখিত অংশ গ্রহণ করেন।

শোক দিবস উপলক্ষে ঢাকা কলেজে প্রতিযোগিতাএতে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোয়াজ্জম হোসেন মোল্লাহ, উপাধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য গোলাম রাব্বানী চিনু, এটুআই প্রজেক্টের কর্মকর্তা নাঈমুজ্জামান মুক্তা এবং ঢাকা মহানগরের বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষরা, ঢাকা কলেজের শিক্ষকরাসহ বিভিন্ন কলেজের শিক্ষকরা। ​

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ