সোমবার (১৪ আগস্ট) সকাল দশটায় এ র্যালির আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদ।
জন্মাষ্টামীর শুরুতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে পগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্যাম্পাস, শাঁখারী বাজার, কবি নজরুল সরকারি কলেজ, বাহাদুর শাহ্ পার্ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালযের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
উপাচার্য তিনি বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে বড় হচ্ছে তার প্রমাণ সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টামী উৎসবের মতো কর্মসূচি আয়োজন। র্যালিতে প্রমাণ করে আমরা আছি। আমরা খুব ভালভাবে আছি। ’
এ সময় উপস্থিত ছিলেন- জবি শিক্ষক সমিতির সভাপতি ও জবি পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. প্রিয়ব্রত পাল, জবি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাকি, জবি নীল দলের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ-আল- মাসুদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. দিপীকা রানী সরকার, প্রক্টর ড. নূর মোহাম্মদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
ডিআর/জিপি