ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

২৭৪ শিক্ষককে অধ্যাপক হিসেবে পদোন্নতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
২৭৪ শিক্ষককে অধ্যাপক হিসেবে পদোন্নতি

ঢাকা: বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক পর্যায়ের ২৭৪ জন শিক্ষককে অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আদেশ অনুযায়ী— অর্থনীতি বিভাগের ২১ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ১৮ জন, ইংরেজির ৭ জন, ইতিহাসের ২০ জন, উদ্ভিদবিদ্যার ২০ জন, গণিতের ১৫ জন ও দর্শন বিভাগের ২২ জন শিক্ষক অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন।

আরও পদোন্নতি পেয়েছেন পদার্থবিদ্যা বিভাগের ১২ জন, প্রাণিবিদ্যার ১৬ জন, বাংলার ১৫ জন, ব্যবস্থাপনার ২১ জন, রসায়নের ১৩ জন, রাষ্ট্রবিজ্ঞানের ২১ জন, সমাজকল্যাণের ৭ জন, হিসাববিজ্ঞানের ১৭ জনসহ মোট ২৭৪ জন সহযোগী অধ্যাপক।

বাংলাদেশ সময়: ২১২২ আগস্ট ১৭, ২০১৭
এমআইএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ