বৃহস্পতিবার (১৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয় আগামী চার বছরের জন্য অধ্যাপক ফরিদ উদ্দিনকে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।
কন্ট্রাক সার্ভিস হিসেবে তিনি উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম-সচিব (বিশ্ববিদ্যালয়-২) লায়লা আরজুমান্দ বানু।
অধ্যাপক ফরিদ উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি, সমাজবিজ্ঞান অনুষদের ডিন, সিন্ডিকেট ও সিনেট সদস্যসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে ছিলেন।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ফরিদ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল উপাচার্য অধ্যাপক মো. আমিনুল হক ভুঁইয়ার মেয়াদ গত ২৭ জুলাই শেষ হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
এমআইএইচ/ওএইচ/