ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবিতে আন্তর্জাতিক ওয়ার্কশপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
পবিপ্রবিতে আন্তর্জাতিক ওয়ার্কশপ ওয়ার্কশপ, ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ক্যাম্পাস নেটওয়ার্ক বজায় রাখা’ শীর্ষক আন্তর্জাতিক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স কক্ষে সিএসই অনুষদের আয়োজনে ও বিডিরেনের উদ্যোগে এ ওয়ার্কশপের আয়োজন করা হয়।

ওয়ার্কশপে সিএসই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী।  

অনুষ্ঠানে সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মো. গালিবের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুয়েটের সিএসই অনুষদের প্রফেসর ড. এমএমএ হাসেম, বিডিরেনের সিইও একেএম হাবিবুর রহমান প্রমুখ।

এই ওয়ার্কশপে দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
এমএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।