ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

শিক্ষা

মানসম্মত শিশু শিক্ষা নিয়ে বরিশালে গোলটেবিল বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
মানসম্মত শিশু শিক্ষা নিয়ে বরিশালে গোলটেবিল বৈঠক মানসম্মত শিশু শিক্ষা নিয়ে গোলটেবিল বৈঠক

বরিশাল: প্রারম্ভিক শ্রেণিতে (প্রথম-তৃতীয়) শিশুদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিষয়ে বরিশালে ‘রিডিং ইনহ্যান্সমেন্ট ফর অ্যাডভান্সিং ডেভেলপমেন্ট (রিড)’ বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) সকালে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের হল রুমে বরিশালের সাংবাদিকদের সঙ্গে ‘সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল ও কোডেক’ এ বৈঠকের আয়োজন করে।

এতে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আরিফ বিল্লা এবং বিশেষ অতিথি ছিলেন কোডেক পরিচালক আফসার হাবীব।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বরিশাল, পুটুয়াখালী, আমতলী এলাকার সাংবাদিকরা।

বৈঠকে বক্তব্য রাখেন- সেভ দ্য চিলড্রেন রিড প্রকল্প ডাইরেক্টর-রিডিং মো. আকিদুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. সোস্তফা কামাল ও কোডেক বরিশাল প্রজেক্ট কো-অর্ডিনেটর-রিড প্রকল্পের শঙ্কর কুমার বিশ্বাস।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।