ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

শিক্ষা

 ববি’র প্রক্টরের দায়িত্বে পেলেন ড. সুব্রত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
 ববি’র প্রক্টরের দায়িত্বে পেলেন ড. সুব্রত বরিশাল বিশ্ববিদ্যালয় (ফাইল ফটো)

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পেলেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. সুব্রত কুমার দাস। গত সোমবার (২১ আগস্ট) উপাচার্য অধ্যাপক ড. এস এম ইমামুল হক তাকে এ পদে নিয়োগ দেন।

বৃহষ্পতিবার (২৪ আগস্ট) দুপুর থেকে ড. সুব্রত কুমার দাস বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালনকারী গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান মো. শফিউল আলম উচ্চশিক্ষা গ্রহণকল্পে শিক্ষা ছুটিতে যাওয়ায় ড. সুব্রত কুমার দাসকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মো. ফয়সল মাহমুদ রুমি বাংলানউজকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।