ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

শিক্ষা

বানভাসিদের দিনের বেতন দিচ্ছেন নজরুল ভার্সিটির শিক্ষকরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
বানভাসিদের দিনের বেতন দিচ্ছেন নজরুল ভার্সিটির শিক্ষকরা

ময়মনসিংহ: বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক ও কর্মকর্তাদের একদিনের মূল বেতন দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতরের উপ-পরিচালক (জনসংযোগ) এসএম হাফিজুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার (২৬ আগস্ট) শিক্ষকরা এবং সোমবার (২৮ আগস্ট) কর্মকর্তারা তাদের একদিনের মূলবেতনের অর্থ বন্যার্তদের মাঝে বিতরণ করবেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।