বৃহস্পতিবার (২৪ আগস্ট ) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মুহিবুল আলম।
এতে আরো বক্তব্য রাখেন- অধ্যাপক কবির হোসেন, অধ্যাপক মোহাম্মদ ইউনুছ, অধ্যাপক মস্তাবুর রহমান, ড. আনোয়ারুল ইসলাম, ড. রাশেদ তালুকদার, ড. ফারুক উদ্দীন, প্রক্টর জহির উদ্দীন প্রমুখ।
উপাচার্য বলেন, ১৫ আগস্টের মতো কালো রাত যাতে বাঙালির জীবনে আর না আসে সেজন্য সর্বদা আমাদের সতর্ক ভূমিকা পালন করতে হবে।
অধ্যাপক ইউনুছ ছাত্রলীগ নেতাদের ইঙ্গিত করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনে ছাত্রদের নিয়ন্ত্রণ দেখতে চাইনা।
অনুষ্ঠানে স্থান সংকুলান না হওয়ায় কয়েকজন শিক্ষক কর্মকর্তাকে দাঁড়িয়ে থাকতে এবং জুনিয়র ছাত্রনেতা ও তাদের অনুসারীদের বসে থাকতে দেখা যায়। সেদিকে ইঙ্গিত করে অধ্যাপক মুহিবুল আলম বলেন, বঙ্গবন্ধু শিক্ষকদের, মুরব্বিদের শ্রদ্ধা করতেন। এই আদব কায়দা শিখতে হয়। তবেই বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করা হবে।
বাংলাদেশসময়, ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
জিপি