বিভাগের কয়েকজন শিক্ষার্থী বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফের কাছে ক্লাস পার্টির জন্য সংগ্রহ করা নগদ ২২ হাজার ৩শ’ টাকা তুলে দিয়েছেন তারা।
এসময় বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. ফায়জার রহমান, সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম, প্রভাষক সুবেন কুমার চৌধুরী এবং বিভাগের তিন বর্ষের তিনজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
তৃতীয় বর্ষের শিক্ষার্থী তামজীদ হাসান বাংলানিউজকে বলেন, ক্লাস পার্টি করার জন্য আমরা টাকা তুলেছিলাম। কিন্তু দেশে বন্যাকবলিত মানুষের হাহাকার উপলব্ধি করে তা বন্যার্তদের দেয়ার চিন্তা-ভাবনা করি। পরে বিভাগের শিক্ষকদের সঙ্গে এ বিষয়ে কথা হয়। তাদের পরামর্শে আমরা জেলা প্রশাসকের কাছে ২২ হাজার ৩শ’ টাকা জমা দিয়েছি।
বিভাগের শিক্ষক শরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিভাগের শিক্ষার্থীরা এ বিষয়ে আগ্রহ প্রকাশ করে। পরে সংগ্রহ করা টাকা আমরা বন্যার্তদের সহযোগিতার জন্য সরকারের ত্রাণ তহবিলে জমা দিয়েছি।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
আরবি/