ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

শিক্ষা

যৌন নিপীড়নের অভিযোগে খুবির শিক্ষক চাকুরিচ্যুত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
যৌন নিপীড়নের অভিযোগে খুবির শিক্ষক চাকুরিচ্যুত

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত ডিসিপ্লিনের এক ছাত্রী আনীত যৌন হয়রানি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়া ওই ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. শরীফ উদ্দিনকে চাকুরিচ্যুত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে খুবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (২৩ আগস্ট) অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৯২তম সভায় ওই শিক্ষককে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত নং ১১। বৃহস্পতিবার বিষয়টি ড. মো. শরীফ উদ্দিনকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

প্রফেসর ড. সরদার শফিকুল আরও জানান, গণিত ডিসিপ্লিনের সাময়িক বরখাস্তকৃত অধ্যাপক ড. মো. শরীফ উদ্দিনের বিরুদ্ধে একই ডিসিপ্লিনের জনৈক ছাত্রী কর্তৃক যৌন হয়রানির আনীত অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত যৌন নিপীড়ন অভিযোগ কমিটির কাছে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর প্রেক্ষিতে শরীফ উদ্দিনের অপরাধের ধরন, গুরুত্ব ও মাত্রা বিবেচনায় রেখে ‘উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন নীতিমালা, ২০০৮’ এর ৬.৩(ঝ) নং ধারা অনুযায়ী নৈতিক অসচ্চরিত্রতার দায়ে বিশ্ববিদ্যালয় থেকে তাকে চাকুরিচ্যুত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।