ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বন্যা দুর্গত শিক্ষার্থীদের বেতন মওকুফের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
বন্যা দুর্গত শিক্ষার্থীদের বেতন মওকুফের দাবি বন্যা দুর্গত শিক্ষার্থীদের বেতন মওকুফের দাবিতে ছাত্র ফ্রন্টের মিছিল

খাগড়াছড়ি: বন্যা দুর্গত এলাকায় বিনামূল্যে শিক্ষা উপকরণ সরবরাহ, ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান পুনঃনির্মাণ ও সংস্কার করা এবং বন্যা দুর্গত শিক্ষার্থীদের এক বছরের বেতন মওকুফ করার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খাগড়াছড়ি জেলা শাখা।

সোমবার (২৮ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর থেকে একটি মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে পথসভায় মিলিত হয় ছাত্র সংগঠনটি।

পথসভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের খাগড়াছড়ি শাখার সভাপতি কবির হোসেন ও অরিন্দম কৃষ্ণ দে।

এর আগে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবরে সংগঠনটির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। এতে বন্যা দুর্গত এলাকায় বিনামূল্যে শিক্ষা উপকরণ সরবরাহ, ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান পুনঃনির্মাণ ও সংস্কার করা এবং বন্যা দুর্গত শিক্ষার্থীদের এক বছরের বেতন মওকুফ করার দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।