ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

শিক্ষা

রাবিতে প্রথম নারী ছাত্র উপদেষ্টা ড. জান্নাতুল ফেরদৌস

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
রাবিতে প্রথম নারী ছাত্র উপদেষ্টা ড. জান্নাতুল ফেরদৌস

রাবি: প্রথমবারের মতো নারী ছাত্র উপদেষ্টা পেল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস। 

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে তিনি ছাত্র উপদেষ্টা পদে যোগ দিয়েছেন।

অধ্যাপক মিজানুর রহমান পদত্যাগ করায় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ড. জান্নাতুল ফেরদৌসকে দায়িত্ব দিয়েছেন।

পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন।  ড. জান্নাতুল ফেরদৌস এর আগে হল প্রাধ্যক্ষসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

নতুন ছাত্র উপদেষ্টার যোগদানকালে দফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময় ড. জান্নাতুল ফেরদৌস দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সবার সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, ১৬ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এমএ বারীর কাছে পদত্যাগপত্র জমা দেন বিশ্ববিদ্যালয়ের সেই সময়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান।  

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।