মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে বরিশাল নগরের সদর রোডে অশ্বিনীকুমার হলের সামনে এ কর্মসূচির আয়োজন করেন মেডিকেল ভর্তিচ্ছু সাধারণ শিক্ষার্থীরা।
মানববন্ধনে মো. রাকিব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- শিক্ষার্থী বিজন দাস, জাকারিয়া শুভ, অনিক সাহা ও মেহজামিন।
বক্তারা বলেন, এইচএসসি-২০১৬ এর উত্তীর্ণ শিক্ষার্থীদের অনেকেই মেডিকেল কলেজে দ্বিতীয় দফায় ভর্তি পরীক্ষায় অংশ নিবেন। সে অনুযায়ী প্রস্তুতিও নিয়ে নিয়েছেন তারা। কিন্তু ভর্তিচ্ছুক এসব শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর থেকে ৫ নম্বর কর্তন করে চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বক্তারা অভিযোগ করে বলেন, যেখানে মেডিকেলে মাত্র ১ নম্বরের জন্য অনেকেই ভর্তি হতে পারেন না, সেখানে ৫ নম্বর কর্তন হলে- কীভাবে মেডিকেলে চান্স পাওয়ার বিষয়টি নিশ্চিত হবে?’
মানববন্ধনে শিক্ষার্থীরা ৫ নম্বর কর্তনের সিদ্ধান্ত প্রহসনমূলক দাবি করে সরকারের নেওয়া এ সিদ্বান্ত অবিলম্বে বাতিল করার দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
এমএস/এসআরএস