ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

শিক্ষা

রুয়েটে ঈদ-উল আযহার ছুটি শুরু ৩০ আগস্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
রুয়েটে ঈদ-উল আযহার ছুটি শুরু ৩০ আগস্ট

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ঈদ-উল আযহার ছুটি শুরু হচ্ছে বুধবার (৩০ আগস্ট) থেকে। 

রুয়েট প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশনের উপ-পরিচালক গোলাম মর্তুজা মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদ-উল আযহা উপলক্ষে ৩০ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত রুয়েটে ছুটি থাকবে।

এছাড়া ৭ ও ৮ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি রয়েছে।  

এ সময়ে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড বন্ধ থাকবে। কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের জরুরি কার্যক্রম বিশেষ ব্যবস্থায় চালু থাকবে।  

ঈদের ছুটি শেষে আগামী ৯ সেপ্টেম্বর (শনিবার) রুয়েট খুলে দেওয়া হবে। ওইদিন থেকেই সব ধরেনর ক্লাশসহ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।  

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহা. রফিকুল আলম বেগ রুয়েটে কর্মরত সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বলেও উল্লেখ করেন ইনফরমেশন সেকশনের ডিডি।
 
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।