বুধবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) খুলনা অঞ্চল মহানগরীর করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
এতে মাউশি’র পরিচালক প্রফেসর টিএম জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার আবদুস সামাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম হাবিব, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গিয়াস উদ্দিনসহ মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।
সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়নে ডিজিটাল ক্লাস রুম ব্যবহার, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ শিক্ষা উপযোগী করে তোলা ও শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের অধিক যত্নশীল এবং পাঠদানে সৃজনশীলতার ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি জঙ্গিবাদ, মাদক বিরোধী সচেতনতা সৃষ্টি ও কোচিং বাণিজ্য বন্ধে শিক্ষকদের আরো বেশি তৎপর হওয়ার পরামর্শ দেন।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
এমআরএম/এসআরএস