ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবিতে নতুন ২ অনুষদ, ৫ বিভাগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
নোবিপ্রবিতে নতুন ২ অনুষদ, ৫ বিভাগ

নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নতুন দু’টি অনুষদ ও পাঁচটি বিভাগ চালু হয়েছে।

অনুষদ দু’টি হলো-ফ্যাকাল্টি অব এডুকেশন সায়েন্স ও ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ।

আর বিভাগগুলো হলো-সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, শিক্ষা বিভাগ, টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ও সমাজবিজ্ঞান।

ফলে এবার ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (১ম বর্ষ) শ্রেণিতে আরও বেশি শিক্ষার্থী নোবিপ্রবিতে ভর্তি হওয়ার সুযোগ পাবে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত টেলিটক মোবাইল ফোনের (১৬২২২) মাধ্যমে শিক্ষার্থীদের আবেদন করতে হবে। ভর্তি পরীক্ষা আগামী ৩ এবং ৪ নভেম্বর ২০১৭ অনুষ্ঠিত হবে। বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (nstu.edu.bd) এ পাওয়া যাবে।

২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ১৮টি বিষয়ে ৯৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। এ শিক্ষাবর্ষে (২০১৭-১৮) নতুন এ পাঁচটিসহ মোট ২৩টি বিভাগে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।