ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবিতে ভর্তি ফরম বিতরণ শুরু ১ সেপ্টেম্বর

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
নোবিপ্রবিতে ভর্তি ফরম বিতরণ শুরু ১ সেপ্টেম্বর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ফাইল ফটো

নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফরম বিতরণ শুরু হচ্ছে ১ সেপ্টেম্বর থেকে, চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি ফরম পাওয়া যাবে। এছাড়াও শিক্ষার্থীরা ১৬২২২ নম্বরে ফোন করে আবেদন করতে পারবেন।

আবেদনকৃত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা আগামী ৩ ও ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।  

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি শিক্ষাবোর্ড থেকে বিভিন্ন বিভাগে এইচএসসি সমমান পাশ শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন।

এদিকে, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টিতে আরও নতুন ৫টি বিষয় সফটওয়ার ইঞ্জিনিয়ারিং, শিক্ষা বিভাগ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এবং সমাজবিজ্ঞান যোগ করা হয়েছে।

বিস্তারিত জানতে- http://www.nstu.edu.bd

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
এএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।