ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

শিক্ষা

ঢাবির উপাচার্যের দায়িত্ব নিলেন আখতারুজ্জামান

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৭
ঢাবির উপাচার্যের দায়িত্ব নিলেন আখতারুজ্জামান পাচার্য অফিসে যোগদানপত্রে সই করেন নতুন উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. আখতারুজ্জামান।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপাচার্য অফিসে যোগদানপত্রে সই করে তিনি এ নতুন দায়িত্ব বুঝে নেন। এ সময় নতুন উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান সহকর্মীরা।

দায়িত্বগ্রহণের পর অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, আমার ওপর এটি সম্পূর্ণ সাময়িক দায়িত্ব। যে কোনো সময় আমার অন্য চেয়ারে যেতে হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে সমান আচরণ নিয়ে এগিয়ে যেতে হবে। ভালো কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য সমুন্নত রাখা আমার দায়িত্ব।

নতুন উপাচার্য আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপকএবং সাবেক চেয়ারম্যান। একই বিভাগ থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর করে ১৯৯০ সালে প্রভাষক হিসেবে যোগ দেন। আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ের ফুলব্রাইট স্কলার ও যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং স্কলার ছিলেন। তিনি মুসলিম ইতিহাসতত্ত্ব, মধ্যযুগীয় বাংলার সমাজ ও নগরায়ণ নামে দুটি বই লিখেছেন। তাঁর ৪২টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

এছাড়া উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে দায়িত্ব পাওয়ার আগে তিনি কলা অনুষদের ডিন, কবি জসীম উদদীন হলের প্রাধ্যক্ষ এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

গত ২৩ আগস্ট উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের মেয়াদ শেষ হওয়ায় ও সিনেট মনোনীত উপাচার্য প্যানেল আদালতে স্থগিত হওয়ায় আখতারুজ্জামানকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব পালনের জন্য প্রজ্ঞাপন জারি করে শিক্ষামন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৭
এসকেবি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।