বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শাহনাজ সামাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১৪ (১) ধারা অনুযায়ী এ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক (পিআরএল) একেএম মোস্তাফিজুর রহমান আল আরিফকে রাবি কোষাধ্যক্ষ পদে নিয়োগ দিতে সম্মতি দেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী বাংলানিউজকে বলেন, টেলিফোনে আমাকে কোষাধ্যক্ষ নিয়োগের কথা বলা হয়েছে। শিক্ষা
মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। তবে অফিসিয়াল ফ্যাক্স এখনো পাইনি।
তিনি আরো জানান, অধ্যাপক মোস্তাফিজুর রহমান বর্তমানে হজে আছেন। তিনি দেশে আসার পর দায়িত্বে নেবেন।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৭
এসআই