ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

শিক্ষা

ছুটির পর প্রাণ ফিরে পেল গণ বিশ্ববিদ্যালয়

গণবিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৭
ছুটির পর প্রাণ ফিরে পেল গণ বিশ্ববিদ্যালয় গণ বিশ্ববিদ্যালয়

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): ঈদুল আজহার টানা ১০ দিনের ছুটির পর শনিবার থেকে আবারও প্রাণ ফিরে পেয়েছে গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

একাডেমিক ক্যালেন্ডারে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী ঈদুল আজহা উপলক্ষে গত ৩০ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস, পরীক্ষাসহ সবধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল।  

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটি হওয়ায় শনিবার (৯ সেপ্টেম্বর) থেকে সব ধরণের ক্লাস ও পরীক্ষা শুরু হচ্ছে।

তবে ক্লাস শুরু হওয়ায় সব বিভাগেই উপস্থিতি বেশ কম ছিলো। ঈদের ছুটি কাটিয়ে সবাই এখনো ক্যাম্পাসে পৌঁছতে পারেনি।

এদিকে ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ির চাপ বেশি থাকায় অনেকে সঠিক সময়ে ক্লাসে আসতে পারেনি। শুক্রবারের দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দীর্ঘ যানজটের প্রভাব এখনো রয়েছে।

অধিকাংশ বিভাগীয় শ্রেণিকক্ষ ঘুরে দেখা যায়, ৫০ ভাগেরও বেশি শিক্ষার্থী উপস্থিতি ছিলো না। স্বল্প উপস্থিতি নিয়েই নিয়মিত ক্লাস শুরু হয়েছে। ঈদ পরবর্তী ক্লাস যেনো পুনর্মিলনী মাত্র। শিক্ষার্থীরাও ফাঁকা ক্যাম্পাসে বেশ আনন্দ করেছেন।  

সিএসই বিভাগের শিক্ষার্থী আবেদিন মিম বাংলানিউজকে বলেন, এতোদিন পর বন্ধুদের সঙ্গে দেখা হয়ে মনে হচ্ছে ঈদের আনন্দ এখনো শেষ হয়েনি। সবার সঙ্গে ঈদের গল্প করেই সময় কেটে যাচ্ছে।  

ফার্মেসি বিভাগের শিক্ষার্থী রাফি বাংলানিউজকে বলেন, এমন ফাঁকা ক্যাম্পাস সাধারণত দেখা যায় না, তাই এটাও উপভোগ করছি।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।