ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘রংপুর বিশ্ববিদ্যালয়’ নামকরণের প্রতিবাদে গণস্বাক্ষর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
‘রংপুর বিশ্ববিদ্যালয়’ নামকরণের প্রতিবাদে গণস্বাক্ষর গণস্বাক্ষর কর্মসূচি-ছবি-বাংলানিউজ

বেরোবি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রতিষ্ঠাকালীন নাম 'রংপুর বিশ্ববিদ্যালয়'র নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নামকরণ প্রত্যাহারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। 

রোববার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই কর্মসূচির আহ্বান করে শিক্ষার্থীরা।

গণস্বাক্ষর কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম বেরোবির প্রতিষ্ঠাকালীন নামে হওয়ায় তা প্রত্যাহারের দাবি জানান তারা। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুমকি দেন তারা।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী বায়েজিদ আহমেদ বাংলানিউজকে বলেন, দাবির স্বপক্ষে সোমবার (১১ সেপ্টেম্বর) মানববন্ধনের আয়োজন করা হয়েছে। নাম প্রত্যাহার করা না হলে সেখান থেকে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, রংপুর বিশ্ববিদ্যালয় নামে বেরোবির যাত্রা শুরু হওয়ায় বিশ্ববিদ্যালয়টিকে এ নামেও সবাই চেনে। তাই রংপুর বিশ্ববিদ্যালয় নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হবে।

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নাম স্থান বা বিভাগের নামে হলে বেরোবির ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন।

জানা গেছে, রংপুর বিশ্ববিদ্যালয়টি রংপুর সার্কিট হাউজ রোডের নাহার ম্যানসনে প্রস্তাবনা করা হয়েছে।  

২০০৮ সালের ১২ অক্টোবর রংপুর বিশ্ববিদ্যালয় নামে বর্তমান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। ২০০৯ সালে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণে নাম পরিবর্তন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।