ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের মাস্টার্স পরীক্ষা

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
ঢাবি অধিভুক্ত ৭ কলেজের মাস্টার্স পরীক্ষা

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের (২০১৩-১৪) শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্বের (নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী) পরীক্ষা চলছে।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে শুরু হয়েছে এ পরীক্ষা। আগামী ৩১ অক্টোবর (মঙ্গলবার) পরীক্ষা শেষ হবে।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রথম পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা কলেজ কেন্দ্র, ইডেন কলেজ কেন্দ্র এবং বেগম বদরুন্নেছা কলেজ কেন্দ্র পরিদর্শন করেছেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ, কলেজসমূহের সিনিয়র শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

অধিভুক্ত সাতটি কলেজের পরীক্ষা কেন্দ্র হলো-বেগম বদরুন্নেছা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্র ঢাকা কলেজ, ঢাকা কলেজের পরীক্ষা কেন্দ্র ইডেন কলেজ, ইডেন কলেজের পরীক্ষা কেন্দ্র বেগম বদরুন্নেছা কলেজ, তিতুমীর কলেজের পরীক্ষা কেন্দ্র বাঙলা কলেজ এবং বাঙলা কলেজের পরীক্ষা কেন্দ্র তিতুমীর কলেজ।

পরীক্ষা চলাকালীন কেন্দ্রে মোবাইল ফোন ও যে কোনো প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।