ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

শিক্ষা

রংপুর বিশ্ববিদ্যালয় নামকরণের প্রতিবাদে মানববন্ধন

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
রংপুর বিশ্ববিদ্যালয় নামকরণের প্রতিবাদে মানববন্ধন

বেরোবি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রতিষ্ঠাকালীন নাম ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ নামে বেসরকারি বিশ্ববিদ্যালয় নামকরণ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২ নং গেট সংলগ্ন পার্কের মোড়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বেরোবি সাংবাদিক সমিতির  সাধারণ-সম্পাদক  নুর ইসলাম সংগ্রামের সঞ্চালনায় মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

 

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন।  

দাবি পূরণ না হলে পরবর্তীতে আবারও কর্মসূচি ঘোষণাসহ আন্দোলন জোরদারের হুঁশিয়ারি দেওয়া হয় মানববন্ধন থেকে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১,২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।