ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবির দ্বিতীয় সিনেট সভা অনুষ্ঠিত

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
বেরোবির দ্বিতীয় সিনেট সভা অনুষ্ঠিত

বেরোবি: প্রতিষ্ঠার ৯ বছরে মাত্র দ্বিতীয় সিনেট সভা করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে বার্ষিক এ সিনেট সভা অনুষ্ঠিত হয়।  

সভায় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট পাস করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সিনেট সদস্যরা।

উপাচার্য ও সিনেট চেয়ারম্যান নাজমুল আহসান কলিমউল্লাহর সভাপতিত্বে সিনেট সদস্য জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনি, এইচ এন আশিকুর রহমান এমপি, টিপু মুনসি এমপি, মোতাহার হোসেন এমপি, হোসনে আরা লুৎফা ডালিয়া এমপি, ইউজিসির সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম উপস্থিত ছিলেন।

এতে সাচিবিক দায়িত্ব পালন করেন সিনেটের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর।  

সভায় সিনেট চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা তুলে ধরেন।  

এছাড়াও সভায় বাজেট পাস ও অনুমোদনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন, পরিকল্পনা ও সংশোধিত মহাপরিকল্পনার (মাস্টারপ্ল্যান) প্রেজেন্টেশন দেন বেরোবি’র পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস কমিটির সদস্য দেশখ্যাত স্থপতি মঞ্জুর কাদের। এরপর প্ল্যানটি আরো বিশ্লেষণের পর চলতি বছরের মধ্যেই বিশেষ সিনেট সভা আহ্বানের মাধ্যমে আলোচনা করে বাস্তবায়নের পরামর্শ দেন সিনেট সদস্যরা।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১,২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।