ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

শিক্ষা

প্রক্সি দেওয়ায় ভুয়া পরীক্ষার্থীর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
প্রক্সি দেওয়ায় ভুয়া পরীক্ষার্থীর কারাদণ্ড দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে প্রবাসী বড় ভাই আনোয়ার হোসেনের ফাযিল পরীক্ষায় প্রক্সি দেওয়ায় ছোট ভাই দেলোয়ার হোসেনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১১ সেপ্টেম্বর) পরীক্ষা চলাকালীন সময় আলেকজান্ডার কামিল মাদ্রাসা কেন্দ্র থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।  

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অজিব দেব তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।

দেলোয়ার ওই মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র ও প্রবাসী আনোয়ার একই মাদ্রাসার তৃতীয় বর্ষের ছাত্র। তারা রামগতি পৌরসভার চর সেকান্তর এলাকার আবুল কালামের ছেলে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, সোমবার সকালে দেলোয়ার তার বড় ভাই ফাযিল তৃতীয় বর্ষের ছাত্র প্রবাসী আনোয়ারের ইসলামের ইতিহাস পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।