ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ নভেম্বর 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ নভেম্বর 

ময়মনসিংহ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ৪টি ইউনিটে ভর্তি পরীক্ষা আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হবে।

এ পরীক্ষা চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত। আগামী ১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

 

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত ট্রেজারার অধ্যাপক এ এম এম শামসুর রহমানের সভাপতিত্বে উপাচার্যের অফিস কক্ষে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।  

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতরের উপ-পরিচালক (জনসংযোগ) এস.এম.হাফিজুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।  

তিনি জানান, ১৯ নভেম্বর ক ইউনিট, ২০ নভেম্বর খ ইউনিট, ২১ নভেম্বর গ ইউনিট এবং ২২ নভেম্বর ঘ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রত্যেক ইউনিটে আবেদন করতে ৬০০(ছয়শত) টাকা দিতে হবে।  

ভর্তি পরীক্ষার অন্য তথ্যাদি পরবর্তীতে বিভিন্ন পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.jkkniu.edu.bd) দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭ 
এমএএএম/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।