বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ৮ টা থেকে যথানিয়মে বিভিন্ন বিভাগে রুটিন অনুযায়ী ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন রুটে চলাচলকারী জবির শিক্ষক শিক্ষার্থী বহনকারী বাস, মিনিবাস নির্দিষ্ট সময়ে ক্যাম্পাসে এসেছে এবং বিকেলে ক্যাম্পাস ছেড়েছে।
এছাড়া হরতাল ঠেকাতে ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির নেতাদের বিভিন্ন ভবনের সামনে সতর্ক অবস্থান নিতেও দেখা গেছে।
জবি ছাত্রলীগের সদ্য সাবেক সাংগঠনিক সস্পাদক তানভীর রহমান খান, সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক জহির রায়হান আগুন, সদ্য সাবেক উপ-প্রচার সম্পাদক আনিসুর রহমান শিশির ও সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক সুরঞ্জন ঘোষ গ্রুপের কর্মীদের ক্যাম্পাসে শোডাউন দিতে দেখা গেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোস্তফা কামাল বাংলানিউজকে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হরতালের কোন প্রভাব পড়েনি। সব বিভাগে ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতের আমির মকবুল আহমাদ, সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানসহ আট নেতাকে গ্রেপ্তার ও রিমান্ডের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশে দলটির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলে। তবে রাজধানীর কোথাও হরতালের প্রভাব দেখা যায়নি। অন্যান্য কর্মদিবসের মতো স্বাভাবিকভাবে চলছে যানবাহন। পুরান ঢাকার বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে যানজটও দেখা গেছে। ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার পরিবহনও।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
ডিআর/আরআই