ঢাকা, বুধবার, ২০ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে দিক নাট্যোৎসব বৃহস্পতিবার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
শাবিপ্রবিতে দিক নাট্যোৎসব বৃহস্পতিবার

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সপ্তাহব্যাপী ‘দিক আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোৎসব-২০১৭’ বৃহস্পতিবার (২ নভেম্বর) শুরু হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন দিক থিয়েটার আয়োজিত এ উৎসব চলবে আগামী ৮ নভেম্বর (বুধবার) পর্যন্ত।

‘মঞ্চের চিঠি’ স্লোগানে অনুষ্ঠিতব্য এ উৎসবে সার্বিক সহযোগিতায় থাকছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

দিক-নির্দেশনায় রয়েছেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেট।

আয়োজক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার র‌্যালি ও কেক কেটে উৎসবের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।  

এ সময় উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী,
মিশকাত আহমেদ চৌধুরী প্রমুখ।

এছাড়া সমাপনী অনুষ্ঠানে সিলেটের নাট্যাঙ্গনে বিভিন্ন অবদানের জন্য পাঁচজন নাট্যব্যক্তিত্বকে সম্মাননা দেওয়া হবে বলে জানান সংগঠনের সভাপতি এহসান শুভ ও সাধারণ সম্পাদক জুয়েল রানা।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।