ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেএসসি: প্রথমদিনে সিলেটে ২৪৫২ শিক্ষার্থী অনুপস্থিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
জেএসসি: প্রথমদিনে সিলেটে ২৪৫২ শিক্ষার্থী অনুপস্থিত

সিলেট: সিলেট বোর্ডে প্রথম দিনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় কোনো বহিষ্কার না থাকলেও অনুপস্থিত ছিল ২ হাজার ৪৫২ জন পরীক্ষার্থী।

বুধবার (০১ নভেম্বর) বিকেলে সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ বাংলানিউজকে এ তথ্য জানান।

কবির আহমদ জানান, সিলেট শিক্ষাবোর্ডে মোট ১ হাজার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ লাখ ৩৭ হাজার ৫৮০ জন পরীক্ষার্থী ছিল।

এরমধ্যে প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২৯ হাজার ৭১৮ পরীক্ষার্থী।

তিনি জানান, বাংলা প্রথমপত্র পরীক্ষায় বোর্ডের মধ্যে সিলেটে ৪৮ হাজার ১৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৭১২ জন, হবিগঞ্জে ২৭ হাজার ২৭১ জনের মধ্যে অনুপস্থিত ছিল ৫৮৩ জন, মৌলভীবাজারে ২৮ হাজার ১৩৪ জনের মধ্যে অনুপস্থিত ৪৩৭ জন ও সুনামগঞ্জে ২৮ হাজার ৫৯৭ জনের মধ্যে অনুপস্থিত ছিল ৭১৪ জন।  

গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী বেড়েছে ৮ হাজার ৮৩৬ জন। পাশাপাশি ৭টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬টি কেন্দ্র বেড়েছে। এ বছর ১ হাজার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩১টি কেন্দ্রে ১ লাখ ৩৭ হাজার ৫৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে মেয়ে ৭৮ হাজার ৫২০ এবং ছেলে ৫৯ হাজার ৬০ জন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।