ঢাকা, বুধবার, ২০ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির তৃতীয় ইনডোর গেমস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
জবির তৃতীয় ইনডোর গেমস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পুরস্কার বিতরণ, ছবি: বাংলানিউজ

জবি (ঢাকা): জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শারীরিক শিক্ষা কেন্দ্রের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ‘তৃতীয় ইনডোর গেমস প্রতিযোগিতা ২০১৭’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০১ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবন প্রাঙ্গণে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা চার-পাঁচ বছর যে একাডেমিক শিক্ষায় শিক্ষিত হয়ে থাকে, পরবর্তী জীবনের ৩০ বছর এই শিক্ষার সবটুকু কাজে আসবে না।

বর্তমান শিক্ষা ব্যবস্থা ২০-৩০ বছর পর একই রকম থাকবে না। বিশ্ববিদ্যালয় শিক্ষার অন্যতম একটি দিক হলো শরীর, মন ভালো রাখার পাশাপাশি উন্নত মানসিকতা অর্জন।

ক্রীড়া উপ-কমিটির (ইনডোর গেমস) আহ্বায়ক অধ্যাপক ড. অশোক কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক মোহা. আলী নূর, রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ মো. সাইদুল হক সাদী ও স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের জাতীয় পরিচালক ফারুকুল ইসলাম বক্তব্য দেন।

প্রতিযোগিতার সার্বিক তত্বাবধানে ছিলেন সহকারী পরিচালক (শারীরিক শিক্ষা) গৌতম কুমার দাস।

গত ২৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত চলা তৃতীয় ইনডোর গেমস প্রতিযোগিতায় চারটি খেলায় (দাবা, ক্যারাম, টেবিল টেনিস ও ব্যাডমিন্টন) ১৪টি ক্যাটাগরিতে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম তিনজনকে পুরস্কার দেওয়া হয়। উপাচার্য বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
ডিআর/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।