ঢাকা, বুধবার, ২০ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেএসসি: দ্বিতীয়দিনে দিনাজপুর বোর্ডে অনুপস্থিত ৪৩৮২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
জেএসসি: দ্বিতীয়দিনে দিনাজপুর বোর্ডে অনুপস্থিত ৪৩৮২

দিনাজপুর: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার দ্বিতীয়দিন বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় ৪ হাজার ৩৮২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। অনুপস্থিতির হার ছিলো ১ দশমিক ৯৪ শতাংশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মানিক হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, জেএসসি পরীক্ষার দ্বিতীয়দিন বাংলা দ্বিতীয়পত্রের অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষায় ২ লাখ ২৫ হাজার ৩২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ২০ হাজার ৯৪৭ জন উপস্থিত ছিলো। ৪ হাজার ৩৮২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।  

সবচেয়ে বেশি অনুপস্থিত ছিলো রংপুর জেলায় ৭৫৩ জন। এছাড়া গাইবান্ধা জেলায় ৬৫৩, নীলফামারীতে ৫২২, কুড়িগ্রামে ৬৫৬, লালমনিরহাটে ৩৪৫, দিনাজপুরে ৬৫৫, ঠাকুরগাঁয়ে ৫১১ ও পঞ্চগড় জেলায় ২৮৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো বলেও জানান উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মানিক হোসেন।  

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলা নিয়ে গঠিত এই শিক্ষা বোর্ডে ৩ হাজার ১৭৩ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৫৯টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।