ঢাকা, বুধবার, ২০ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেএসসি: তৃতীয় দিনে দিনাজপুর বোর্ডে অনুপস্থিত ৩২৮১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
জেএসসি: তৃতীয় দিনে দিনাজপুর বোর্ডে অনুপস্থিত ৩২৮১

দিনাজপুর: জেএসসি পরীক্ষায় ইংরেজী প্রথমপত্রে দিনাজপুর শিক্ষা বোর্ডের ২৫৯টি পরীক্ষা কেন্দ্রে ৩ হাজার ২৮১জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির হার ১ দশমিক ৪৪ শতাংশ।

রোববার (৫ নভেম্বর) দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হারুন-অর-রশীদ মন্ডল বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, ইংরেজী প্রথমপত্রের পরীক্ষায় ২ লাখ ২৮ হাজার ৪৬৭জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ২৮১ জন অনুপস্থিত ছিলেন।

এছাড়া গাইবান্ধা জেলায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া তৃতীয় দিনের পরীক্ষায় রংপুর জেলায় ৫১১ জন, গাইবান্ধায় ৩৯৪, নীলফামারীতে ৩৩৪, কুড়িগ্রামে ৪৮০, লালমনিরহাটে ২৯৮, দিনাজপুরে ৬২২, ঠাকুরগাঁয়ে ৪২৭ ও পঞ্চগড়ে ২১৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো।  

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলা নিয়ে গঠিত এই শিক্ষা বোর্ডের ৩ হাজার ১৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৫৯টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘন্টা, নভেম্বর ০৫, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।