রোববার (৫ নভেম্বর) দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হারুন-অর-রশীদ মন্ডল বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, ইংরেজী প্রথমপত্রের পরীক্ষায় ২ লাখ ২৮ হাজার ৪৬৭জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ২৮১ জন অনুপস্থিত ছিলেন।
এছাড়া তৃতীয় দিনের পরীক্ষায় রংপুর জেলায় ৫১১ জন, গাইবান্ধায় ৩৯৪, নীলফামারীতে ৩৩৪, কুড়িগ্রামে ৪৮০, লালমনিরহাটে ২৯৮, দিনাজপুরে ৬২২, ঠাকুরগাঁয়ে ৪২৭ ও পঞ্চগড়ে ২১৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলা নিয়ে গঠিত এই শিক্ষা বোর্ডের ৩ হাজার ১৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৫৯টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘন্টা, নভেম্বর ০৫, ২০১৭
ওএইচ/