ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশাল বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্রে অনুপস্থিত ৩ হাজার ৪৭১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
বরিশাল বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্রে অনুপস্থিত ৩ হাজার ৪৭১

বরিশাল: জেএসসি পরীক্ষায় ইংরেজি দ্বিতীয়পত্রে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আওতায় ১৭২টি কেন্দ্রে ৩ হাজার ৪৭১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে বরিশাল জেলায় ১ হাজার ২৬ জন, ঝালকাঠি জেলায় ৩৪৯ জন, পিরোজপুর জেলায় ৪০৭ জন, পটুয়াখালী জেলায় ৬৮৬ জন, বরগুনা জেলায় ৩৯২ জন ও ভোলা জেলায় ৬১১ জন রয়েছে।

অপরদিকে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় বহিষ্কৃত মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩ জন।

এর মধ্যে ভোলা জেলায় ১২ জন ও ঝালকাঠি জেলার নলছিটিতে ১ জন রয়েছে।

সোমবার (৬ নভেম্বর) বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন।  

এ বছর বরিশাল শিক্ষাবোর্ডের আওতায় ১ লাখ ২১ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী রয়েছে যা গত বছর ছিলো ১ লাখ ১৭ হাজার ৪৫৬ জন।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এমএস/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।