ঢাকা, বুধবার, ২০ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জঙ্গি কার্যক্রম: লেকহেড গ্রামার স্কুল বন্ধের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
জঙ্গি কার্যক্রম: লেকহেড গ্রামার স্কুল বন্ধের নির্দেশ

ঢাকা: স্বাধীনতার চেতনাবিরোধী কার্যক্রম পরিচালনা এবং জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতার অভিযোগে রাজধানীর ধানমন্ডি ও গুলশানে অবস্থিত লেকহেড গ্রামার স্কুল বন্ধের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব সালমা জাহান সোমবার (০৬ নভেম্বর) বাংলানিউজকে বলেন, স্কুলটির বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছিল। তদন্তের পর আমরা ব্যবস্থা নিয়েছি।


 
স্কুলটির কার্যক্রম বন্ধের বিষয়ে ঢাকা জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান যুগ্মসচিব।  
 
চিঠিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর ধানমন্ডি ও গুলশানে অবস্থিত লেকহেড গ্রামার স্কুলটি মন্ত্রণালয়ের অনুমোদন না থাকায় এবং ধর্মীয় উগ্রবাদে অনুপ্রেরণা দেওয়া, উগ্রবাদী সংগঠন সৃষ্টি, জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতাসহ জাতীয়/স্বাধীনতা চেতনাবিরোধী কার্যক্রম পরিচালনা করায় প্রতিষ্ঠানটির সব কার্যক্রম বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
 
এর আগে ঢাকা শিক্ষা বোর্ড স্কুলটির বিষয়ে তদন্ত করে জঙ্গি তৎপরতার অভিযোগ পায় বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়।
 
স্কুলটির পরিচালনা কর্তৃপক্ষ এবং কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে জঙ্গি তৎপরতার অভিযোগ ছিলো। কয়েকজনকে গ্রেফতারও করেছিল পুলিশ।
 
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।