ঢাকা, বুধবার, ২০ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৩৮তম বিসিএসের প্রিলিমিনারি ২৯ ডিসেম্বর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
৩৮তম বিসিএসের প্রিলিমিনারি ২৯ ডিসেম্বর

ঢাকা: ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে পিএসসি। পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর। আর ৩৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা ২৯ নভেম্বর শুরু হতে পারে।

মঙ্গলবার (৭ নভেম্বর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ে এক সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
 
পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বাংলানিউজকে বলেন, ৩৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা নভেম্বরের শেষে এবং ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ডিসেম্বরের শেষে অনুষ্ঠিত হবে।


 
সাধারণত শুক্রবার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়, সে হিসাবে ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
পিএসসি চেয়ারম্যান বলেন, এখনও রুটিন চূড়ান্ত করা হয়নি। শিগগিরই রুটিন জানানো হবে।
 
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।