মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
প্রশাসন ভবনের সভাকক্ষে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসাকরী এ ফলাফল ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, এ বছর সারাদেশে ২১৫টি কামিল মাদ্রাসার অধীনে মোট ১৩০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কামিল প্রথম পর্বে ৮২৫ জন এবং দ্বিতীয় পর্বে ১৭ হাজার ২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে কামিল প্রথম পর্বে ৭৭৩ জন এবং দ্বিতীয় পর্বে ১৬ হাজার ৯৫৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
পাশের হার কামিল প্রথম পর্বে ৯৩.৭০ শতাংশ এবং দ্বিতীয় পর্বে ৯৭.৮৩ শতাংশ।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd এ ফলাফল পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
আরবি/