মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত প্রসেনজিৎ কুমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং নওগাঁর বাসিন্দা ও মিলন রায় ভর্তি পরীক্ষার পরীক্ষার্থী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামান জানান, সকালে বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনে ভর্তি পরীক্ষা চলছিলো। এসময় ভুয়া ওই দুই পরীক্ষার্থীকে আটক করা হয়। পরে প্রসেনজিৎ ১৫ ও মিলন রায়কে সাতদিন কারাদণ্ডাদেশ দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়।
হাবিপ্রবিতে ২০১৮ শিক্ষাবর্ষে ১ হাজার ৯৯৫ আসনের বিপরীতে ১ লাখ ১ হাজার ৬২৩ জন শিক্ষার্থী বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এএটি