বুধবার (১১ নভেম্বর) সংগঠনটির সাধারণ সম্পাদক হাসানুজ্জামিল মেহেদী বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, মিয়ানমারে গণহত্যা ও বাংলাদেশে শরণার্থী সমস্যা নিয়ে মানবিক প্রেক্ষাপটে ১২ নভেম্বর আমরা ‘মানবতার পক্ষে কবিতা’ শিরোনামে কবিতা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি।
অনুষ্ঠানের প্রথম পর্বে থাকছে মানবতার গান (চারণ সাংস্কৃতিক কেন্দ্র), কবিতা আবৃত্তি খোরশেদ আলম ও মাহমুদা হক, চিরকুটের ১২তম সংখ্যার পাঠোন্মোচন, মিয়ানমারে গণহত্যা ও বাংলাদেশে শরণার্থী সমস্যা: মানবিক প্রেক্ষাপটের উপর আলোচনা। আলোচক হিসেবে থাকবেন কবি শোয়াইব জিবরান এবং কবি ও কলামিস্ট ফারুক ওয়াসিফ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে থাকছে আমন্ত্রিত কবিদের কবিতা পাঠ, স্বাগত কবিদের কবিতা পাঠ ও নতুন কমিটি ঘোষণা।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
এএ