ঢাকা, বুধবার, ২০ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভোলায় বাল্যবিয়ে প্রতিরোধে স্কুল ভিত্তিক কুইজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
ভোলায় বাল্যবিয়ে প্রতিরোধে স্কুল ভিত্তিক কুইজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলায় বাল্যবিয়ে প্রতিরোধে স্কুল ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ নভেম্বর) দুপুরে ভোলা টগবী মাধ্যমিক বিদ্যালয়ে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংগঠন কোস্ট ট্রাস্টের আইইসিএম প্রকল্পের আয়োজনে ইউনিসেফের সহযোগিতায় কুইজ প্রতিযোগিতায় স্কুলের কয়েকশ’ শিক্ষার্থী অংশ নেয়।

পরে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ইউনিসেফের প্রোগ্রাম স্পেশালিস্ট তানিয়া সুলতানা।
 
এসময় আরও উপস্থিত ছিলেন- ইউনিসেফের সিফরডি কর্মকর্তা সনজিত কুমাড় দাস, টগবী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল, কোস্ট ট্রাস্টের আইইসিএম প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. মিজানুর রহমান, সহকারী প্রকল্প সমন্বয়কারী দেবাশীষ, অ্যাডভোকেসি ও মিডিয়া কর্মকর্তা আদিল হোসেন তপু, টগবী মাধ্যমিক বিদ্যালয়রে সহকারী শিক্ষক শান্ত আচার্য, আইপিটি ফেসিলেটর সঞ্চয় কুমার দাস সনজিত প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।