শুক্রবার (১০ নভেম্বর) দিনাজপুর শিক্ষাবোর্ড সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়ন নির্বাচনে ৬টি পদে ১৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।
এর মধ্যে বর্তমান সভাপতি মো. মাসুদ আলম অপরজন মো. আজিজুল হক শাহ। সহ-সভাপতি পদে মো. শহিদুল ইসলাম খান ও রতন চন্দ্র সরকার। সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থীর মধ্যে বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ মওদুদ-উল-করিম বাবু, মো. গোলাম রব্বানী, মো. মামনুর রশিদ সুইট ও মো. শাওন সরকার। সহ-সাধারণ সম্পাদক পদে মো. কামরুজ্জামান শাহিন ও মোছা. রেখা মৌসুমী। কোষাধ্যক্ষ পদে মো. হেলাল উদ্দীন চৌধুরী ও মো. মাহমুদুন নবী মানিক। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. ওবায়দুর রহমান ও মো. হায়দার আলী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
আগামী ১৯ নভেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। এই নির্বাচনে ১০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সাংগঠনিক সম্পাদক পদে অন্য কোনো প্রার্থী না থাকায় মো. আজিজার রহমান রাজু বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণে সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন বোর্ড কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
জিপি