ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে ‘সুপা’র আলোকচিত্র প্রদর্শনী শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
শাবিপ্রবিতে ‘সুপা’র আলোকচিত্র প্রদর্শনী শুরু সুপার আলোকচিত্র প্রদর্শনী-ছবি-বাংলানিউজ

(শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফটোগ্রাফি বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশনের (সুপা) উদ্যোগে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। 

রোববার (১২ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় ‘হিরেথ’ নামে এ আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা ও নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. একেএম মাজহারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তাসিন সিরাজসহ অন্যরা।

প্রথমবারের মতো 'ইন্ট্রা-সাস্ট ফটোগ্রাফি এক্সিবিশন, হিরেথ' শীর্ষক এ প্রদর্শনীর আয়োজন করেছে সুপা। এ প্রদর্শনী শেষ হবে মঙ্গলবার (১৫ নভেম্বর)।

গত ৩০ অক্টোবর পর্যন্ত প্রদর্শনীর জন্য ছবি সংগ্রহ করা হয়।  

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।