ফলাফল জানতে SMS এর মাধ্যমে বিকেল ৪টা থেকে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে (nuathnroll no.) লিখে ১৬২২২ মেসেজ Send করে এবং রাত ৯টায় ওয়েব সাইট (www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd) থেকে ফলাফল জানা যাবে।
অপরদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের মাস্টার্স (প্রফেশনাল) কোর্সের বিএড/বিএমএড/বিএসএড/বিপিএড/এমএড/এমএসএড/এমপিএড/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/এলএলবি শেষ বর্ষের ভর্তি কার্যক্রমের মেধা তালিকা মঙ্গলবার (১৪ নভেম্বর) প্রকাশ করা হবে ।
ফলাফল জানতে SMS এর মাধ্যমে বিকেল ৪টা থেকে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে (nuatpmroll no. লিখে ১৬২২২ নম্বরে মেসেজ Send করে এবং রাত ৯টায় ওয়েব সাইট (www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd) থেকে ফলাফল জানা যাবে।
রোববার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এএটি